সলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ২২ বা ২৩ এপ্রিল ঈদ উদযাপিত হবে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে দেশে আসছেন প্রবাসীরা। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্যানুযায়ী- ঈদ ঘিরে গত ১৫ দিনে প্রায় ৯০ হাজার প্রবাসী দেশে এসেছেন।
এদিকে, ঈদুল ফিতর উদযাপনে দেশে আসা প্রবাসীদের বিমানবন্দরে শুভেচ্ছা জানিয়েছেন জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
গতকাল বুধবার বিকেল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ শুভেচ্ছা জানানো হয়।
এদিন বিকেল সাড়ে ৩টার দিকে প্রবাসীদের শুভেচ্ছা জানাতে যান জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) মহাপরিচালক মো. শহীদুল আলমের নেতৃত্বে প্রবাসীদের ইফতার ও শুভেচ্ছাবার্তা সম্বলিত কার্ড উপহার দেওয়া হয়।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতুর উপলক্ষে দিনে গড়ে ছয় হাজার প্রবাসী দেশে আসছেন। এ হিসাবে গত ১৫ দিনে প্রায় ৯০ হাজার প্রবাসী দেশে এসেছেন।
প্রবাসীদের এমন শুভেচ্ছা বার্তা বিতরণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শেয়ার করেছেন। এ ছবিতে দেখা যায়, বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলমসহ অন্যরা ‘ঈদে বাড়ি ফেরা অভিবাসী কর্মীদের শুভেচ্ছা’ শীর্ষক একটি ব্যানার নিয়ে বিমানবন্দরের ভেতর দাঁড়িয়ে আছেন। প্রবাসীরা ইমিগ্রেশন পার হয়ে যখন বের হচ্ছেন, তখন তাদের হাতে ইফতারসামগ্রী ও শুভেচ্ছা কার্ড দেওয়া হচ্ছে।
Discussion about this post