এম ওমর ফারুক আজাদ: সংযুক্ত আরব আমিরাতে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে চট্টগ্রামের ফটিকছড়ি “সুন্দরপুর প্রবাসী পরিষদ”। আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার রাত ৯ টায় দেরা দুবাই ল্যান্ডমার্ক হোটেল হলরুমে যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল নোমান চৌধুরীর সঞ্চালনায় ও আমিরাত কমিটির সভাপতি সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফখরুদ্দিন চৌধুরী ফারুক। প্রধান বক্তা ছিলেন পরিষদের প্রধান সমন্বয়ক সেলিম আজাদ মুন্না।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহ ধর্মীয় সম্পাদক হাফেজ মোঃ শাহজাহান। এরপরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিষদের মানবিক কর্মকান্ডকে আরো গতিশীল করার লক্ষ্যে সদস্য সংগ্রহ, প্রাদেশিক কমিটি গঠন জরুরী। তাছাড়া অনুদান প্রদানের ক্ষেত্রে প্রবাসীদের প্রথমে প্রধান্য দিতে হবে। দীর্ঘমেয়াদী কর্মসংস্হানের লক্ষ্যে সমতার ভিত্তিতে এলাকার অসহায় পরিবারের ৯ জনকে প্রবাসী এনে কর্মসংস্হানের ব্যবস্হা করা। শিক্ষাখাতে উপবৃত্তি প্রদান। চিকিৎসা ও বিবাহ খাতে অনুদান চলমান রাখা। দেশে অসহায় পরিবারেরবর্গের সদস্যদের কর্মসংস্হানের জন্য রিক্সা প্রদান। এলাকার যুব সমাজের অবক্ষয়রোধে ক্রিড়া প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা। পবিত্র রমজান মাসে অসহায় পরিবারবর্গের জন্য খাদ্যসামগ্রী বিতরণ। যেকোন প্রাকৃতিক দূর্যোগে সহায়তা প্রদান করা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ইন্জিনিয়ার মোঃ সরোয়ার, ইন্জিনিয়ার মোঃ শহিদুল্লাহ, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নুরুল আবছার, মোঃ মিজান, সহ সভাপতি মোস্তফা চৌধুরী,মোজাম্মেল ওসমান, মোনাফ সিদ্দিকী, মোঃ হানিফ, দিদারুল আলম, মোঃ শাহিন, জসিমউদদীন, সাধারণ সম্পাদক ওসমান গণি রুমেল, যুগ্ম সম্পাদক আবু সাহাদাত, রবিউল হোসেন ইমন,মোর্শেদ বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি মোস্তফা চৌধুরী। সংগঠনের গঠনতন্ত্র উপস্থাপন করেন প্রধান বক্তা সমন্বয়ক সেলিম আজাদ মুন্না। পরিষদের ভিশন তোলে ধরেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নুরুল আবছার ও মোঃ মিজান। পরিষদের বার্ষিক হিসাব বিবরণী তুলে ধরেন অর্থ সমন্বয়ক সহ সভাপতি মোহাম্মদ মোজাম্মেল ওসমান। এছাড়াও দুই বছরের কমিটির পূণর্গঠনের তালিকা উপস্থাপিত করেন উপদেষ্টাবৃন্দ। অনুষ্ঠানের শেষার্ধে কেক কেটে পরিষদের জন্মদিন পালন করা হয়।
Discussion about this post