মালয়েশিয়ায় নির্মাণকাজ করতে গিয়ে নর্দমায় পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) দেশটির পেরাক রাজ্যের তাইপিং শহরের সিমপাংয়ের তামান লেজেন্ডায় এলাকায় নর্দমায় পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পেরাক রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) একজন মুখপাত্র জানান, দুপুর ২ টা ৩২ মিনিটে ঘটনার বিষয়ে একটি ফোন পান তারা। এরপর ঘটনাস্থলে পৌঁছে দেখেন একজন বাংলাদেশি নর্দমার ৩ মিটার গভীরে পড়ে আছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, নির্মাণকাজ করতে গিয়ে নর্দমার ৩ মিটার গভীরে পড়ে যায় ওই শ্রমিক। পরে প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করেন দমকল বাহিনীর কর্মীরা। তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য বিভাগের (কেকেএম) মেডিকেল টিম ঘটনাস্থলেই ওই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।