সিলেটের গোলাপগঞ্জে কবিরাজী চিকিৎসা নিতে এসে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে ওই নারী মামলা করলে করলে শুক্রবার দুপুরে র্যাব ও গোলাপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মামলার প্রধান আসামি কবিরাজ সুহেল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কবিরাজ সুহেল মিয়া উপজেলার আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের সইর আলির ছেলে।
পুলিশ জানায়, কানাইঘাট উপজেলা থেকে কবিরাজী চিকিৎসা নেওয়ার জন্য এক নারী গত ১ সেপ্টেম্বর সুহেল মিয়ার কাছে আসলে তিনি নানা কথা বলে ওই নারীকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখে। পরে সন্ধ্যার পর তার আরেক সহযোগীসহ নারীকে দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী ৪ সেপ্টেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
Discussion about this post