বাঁচামরার ম্যাচ, হারলেই বাদ। এমন এক ম্যাচে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। অনেকটা সময় খেলা নিজেদের হাতে রেখেও শেষ পর্যন্ত পারলো না সাকিব আল হাসানের দল। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ ওভার পর্যন্ত জমে ছিল লড়াই। একবার ম্যাচ হেলে পড়ছিল বাংলাদেশের দিকে, একবার শ্রীলঙ্কার। শেষ পর্যন্ত হাসলো শ্রীলঙ্কাই, স্বপ্নভঙ্গ হলো টাইগারদের।
দুবাইয়ে আজ শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বিদায় হয়ে গেছে গত দুই আসরের রানার্সআপ বাংলাদেশের। প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দল হেরেছিল আফগানিস্তানের কাছে। আজ বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে নাম লিখিয়েছে শ্রীলঙ্কা।
১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দুই ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২৫, হাতে মাত্র ৩ উইকেট। সেট ব্যাটার কেউ ছিলেন না। তাই বাংলাদেশের দিকেই হেলে ছিল ম্যাচটি।
কিন্তু বোলাররা সেই সুযোগ লুফে নিতে পারলেন না। এবাদত হোসেনই ম্যাচে ফিরিয়েছিলেন দলকে, সেই এবাদতই যেন সব শেষ করে দিলেন। ১৯তম ওভারে একটি নো বলসহ ১৭ রান খরচ করেন এই পেসার।
শেষ ওভারে লঙ্কানদের দরকার পড়ে ৮ রান। শেখ মেহেদি হাসান প্রথম বলে এক দিলেও পরের বলেই বাউন্ডারি হজম করেন। তৃতীয় বলে তো করেন বসেন ‘নো’। ২ রানের সঙ্গে এক রান যোগ হয়ে জয় নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার।