সংযুক্ত আরব আমিরাতে সাফল্যের ১৯ বছর পেরিয়ে ২০ বছরে এনটিভির পদার্পণ উপলক্ষে ও এনটিভি ফোরাম ইউ এ ই’র অভিষেক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই) রাতে ক্রাউন প্লাজার হল রুমে ফোরামের সভাপতি মুহাম্মদ রাজা মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর, বিশেষ অতিথি বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, এনআরবি ব্যাংক ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির।
বক্তারা বলেন, প্রবাসীদের কণ্ঠস্বর হিসেবে দর্শকপ্রিয় টেলিভিশন এনটিভি সফলতা জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ দেশ পেরিয়ে দূর প্রবাসীদের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছে। এই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবে। এনিটিভি ২০০৩ সালের (৩ জুলাই) ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে টেলিভিশনটি শুরু করেছিল৷ আজকে ২০ বছরে এসেও এনিটিভির পথ চলা অব্যাহত রয়েছে। ভিন্নমাত্রার অনুষ্ঠানমালা এনিটিভিকে জনপ্রিয় করে তুলেছে৷ আগামীতে প্রবাসীদের নিয়ে নতুন আঙ্গিকে অনুষ্ঠান সাজানোর প্রত্যাশা করেন।
আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বিপুল পরিমান বাংলাদেশী, কমিউনিটি নেতা, সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, মিরাক্কেল খ্যাত আরমান, ক্লোজাপ তারকা সোহাগ সুমন, সঞ্চারী বন্ধ্যপাধ্যায়, শাহরিয়ার চৌধুরী ও আমিরাতের রবী ফয়সাল। নৃত্য পরিবেশন করেন পুষ্পিতা, মৌমিতা ও বিনীতা।
Discussion about this post