বর্ণিল আয়োজনে আমিরাতের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আমিরাত সংবাদ এর পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। পোর্টালটি হাঁটি হাঁটি পা পা করে সংবাদ প্রকাশের পাঁচ বছর অতিক্রম করে ছয় বছরে পদার্পণ করলো। শনিবার (২৩ জুলাই) আমিরাতের শারজাস্হ পাঁচ তারকা হোটেল, কোরাল বিচ রিসোর্টের হল রুমে জমকালো আয়োজনে পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
নাজমুল হকের সঞ্চালনায় যোবায়ের হোসেন রাকিবের কোরআন তেলাওয়াতের পর দুই দেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী ইসমাইল আলম।
ফোরামের সভাপতি সিআইপি ইবরাহিম আফলাতুন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।
বক্তব্য রাখেন ফোরাম এর সিনিয়র সহ সভাপতি কামাল হোসাইন খান সুমন। সাধারণ সম্পাদক জাফর চৌধুরী,
উপস্থিত ছিলেন উপদেষ্টা ইয়াকুব সৈনিক, শেফালী আক্তার আঁখি, ফেরদৌস ফরহাদ, প্রকৌশলী এম এ মান্নান।
কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সিনিয়র সহ সভাপতি ইসমাইল গনি চৌধুরী, জনতা ব্যাংক শারজাহ শাখার ম্যানেজার শওকত আকবর ভূঁইয়া।
ইন্জিনিয়ার নওশের আলী ,বাংলাদেশ বিজন্যাস কাউন্সিল দুবাই এর প্রতিষ্টাতা সদস্য লায়ন্স মোজাহের উল্লাহ মিয়া, জেবল সিনা মেডিকেল সেন্টারের ব্যবস্হাপনা পরিচালক আজগর চৌধুরী, জসিম মল্লিক, বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম,
সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন সময় টিভি আরব আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক , ইটিভি আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রবাসীদের সম্মাননা দেয়া হয় যাদের মাঝে ছিলেন করোনা হিরো মোশারফ হোসেন ও বাংলা এক্সপ্রেস সোশ্যাল ক্লাব। শিক্ষা ও গবেষনায় ড, মাওলানা আব্দুস সালাম, বাংলাদেশি শিক্ষার্থী আরিক হায়দার। অনুপ্রেরণা স্বরুপ বাংলাদেশি নারী রেমিটেন্স যোদ্ধা শারমিন ও কফিল উদ্দিন মুহুরী। মানবিক কাজের জন্য কমিউনিটি নেতা এম জাহেদ হাসান। আবুধাবির T10 ক্রিকেট লীগের বাংলাদেশি দল বাংলা টাইগারকে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষীকি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগীতায় বিজয়ী জান্নাত ও জুবায়দাকে।
এছাড়াও মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয় সময় টিভি আরব আমিরাত প্রতিনিধি শিবলি আল সাদিক ও দৈনিক সমকাল আরব আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনিকে।
বিশেষ সম্মাননা দেওয়া হয় জুনুব আল মাদীনা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ ইমরান, দুবাই গোল্ড সুক আমের সেন্টার, আফলাতুন চিকেন এর ব্যবস্হাপনা পরিচালক ইব্রাহিম ওসমান আফলাতুন , ফিউচার হোম রিয়েল স্টেট এর ব্যবস্হাপনা পরিচালক ইয়াকুব সৈনিক। আল মেইদা রেস্টুরেন্টের ব্যবস্হাপনা পরিচালক সেফালি আক্তার আঁখি। বাইত ফাখর উদ্দিন এর চেয়ারম্যান ও কমিউনিটি নেতা কামাল হোসেন সুমন , আল রিম গার্মেন্টস ওয়ার্কশপ এল এল সি,
জেন্টেল পার্ক’র ওসমান ও সুমন, আল ওয়ারদাহ বিজন্যাসমেন সার্ভিস, এনআরআই জুয়েলারি, স্মার্ট এন্ড স্টাইল, স্কাই জোন ট্রাভেলস এন্ড ট্যুরিজম, আল নাজেম আলামি রেস্টুরেন্ট এন্ড ক্যাফেটেরিয়া মেজবান বাড়ী, গুড লাকি মোটর ওয়ার্ক শপ, তালাল আল নাব্বাহ, লায়ন্স আলহাজ এস,এম, মাজহার উল্লাহ মিয়া, আদনান রাফি জেনারেল ট্রেডিং এর আরফাত, ফাতিমা ইসা রেস্টুরেন্ট, স্পাইস হাউজ এর ব্যবস্হাপনা পরিচালক এস বি সীমা, আল শারিয়াহ আল টাবাহিয়াহ মোবাইল ফোনস এন্ড কম্পিউটার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল প্রবাসীদের মুখপাত্র হিসেবে কাজ করার যে উদ্দেশ্য নিয়ে আমিরাত সংবাদ এর পথচলা শুরু করেছিলো সেই ধারাবাহিকতা যাতে আগামী দিনগুলোতেও বজায় থাকে। এই নিউজ পোর্টাল সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতিমধ্যে সকল পাঠকের আস্থার ঠিকানা হয়ে উঠেছে। আমিরাত সংবাদ যাতে আগামীতেও গুণগত মান বজায় রেখে সর্বশীর্ষে থাকে এ আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সম্পাদক মুহাম্মাদ ইছমাইল ও নির্বাহি সম্পাদক ইশতিয়াক আসিফ আগত মেহমানদের কৃতজ্ঞতা জানান।
ম্যাগাজিন এর মোড়ক উম্মোচন, কেক কাটা ও নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Discussion about this post