প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা শেষ দিনে সড়কে ঝরেছে ২৭ জনের প্রাণ। আহত হয়েছেন আরও ৫০ জন। এই হিসাবে শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত।
নিহতদের মধ্যে টাঙ্গাইলের মির্জাপুরের দুর্ঘটনায় নিহত হয়েছেন সাতজন। বগুড়ার কাহালুতে চারজন আর সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের তিনজন।
মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহের ত্রিশালে। ট্রাকের নিচে চাপা পড়ে গর্ভের সন্তান বেরিয়ে এলো এক অন্তঃসত্ত্বা নারীর। ঘটনাস্থলেই সেই নারী ও তার স্বামী মারা গেছেন।
তাদের ছয় বছর বয়সী আরেক সন্তানও হাসপাতালে নেওয়ার পর মারা যায়। শনিবার আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোট বিল্ডিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম তার আট মাসের অন্তঃসত্তা স্ত্রী রত্না বেগম ও আড়াই বছরের শিশুকন্যা জান্নাতকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন।
মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিন জন। এ সময় অন্তঃসত্তা রত্না বেগমের সন্তান প্রসব করেন।
পরে নবজাতককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাড়ি চাপায় ভূমিষ্ট নবজাতক সুস্থ রয়েছে। চাপা দেওয়া গাড়িটির চালক পলাতক রয়েছে।
এদিকে, নওগাঁর ধামুরহাট এলাকা থেকে প্রাইভেটকারে ক্যানসারে আক্রান্ত তানসেন ইসলামকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হচ্ছিলো।
এ সময় বগুড়ার কাহালু উপজেলার ক্যালারপুকুর এলাকায় এলে, পিকআপে ভ্যানের সাথে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান প্রাইভেট কারে থাকা টগর আলী, তানসেন ইসলাম ও চালক সুমন। আহত দুজনকে হাসপাতালে নেয়া হলে মারা যান আরো একজন।
আর, সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলায় শনিবার দুপুরে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে আনসার বাহিনীর পিসি আব্দুল আজিজ রয়েছেন। পাবনার রুপপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মরত ছিলেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী আরপি পরিবহনের যাত্রী বাহী কোচ এই মহাসড়কের খালকুলায় পৌছে অন্য লেনে গিয়ে দাঁড়ানো ট্রাক সহ আরেকটি ট্রাককে ধাক্কা দেয়।
তখন ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত ও ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে।
অন্যদিকে, টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত আট জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯ জন।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুল্যা মনসুর এলাকায় ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাক দাঁড় করিয়ে রাখা ছিল।
ভোরে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় বাসের আরও ১০ যাত্রী আহত হন।
পরে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
আর, দুপুর পৌনে ১২টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় বাসচাপায় একই পরিবারের দুই সন্তানসহ এক নারী নিহত হয়েছেন।
দুপুরে দুই শিশু সন্তানকে নিয়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন পারভিন আক্তার। এ সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে দুজনের মৃত্যু হয়।
এদিকে বাসে ঢাকায় যাচ্ছিলেন মনঞ্জুরুল ইসলাম। বঙ্গবন্ধু সেতু পার হয়ে পূর্বপাড়ে পৌঁছালে ওয়াশরুমে যাওয়ার জন্য বাস থেকে নামেন। সড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের মনসুর এলাকায় থেমে থাকা, বালুভর্তি একটি ট্রাককে ধাক্কা দেয় বিনিময় পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের তিন যাত্রী।
এছাড়া মির্জাপুর মহাসড়ক পার হওয়ার সময়, ট্রাকের ধাক্কায় মারা গেছেন পারভিন আক্তার ও তার আট বছরের ছেলে সুমন ও ছয় বছরের মেয়ে সাদিয়া।
গাজীপুরের পূবাইল কলেজগেট এলাকায় ট্রাকের ধাক্কায় একজন লেগুনা যাত্রী নিহত হয়েছেন। এছাড়া সুকুন্দিরবাগ এলাকায় দুটি অটোরিক্সার সংঘর্ষে মারা গেছেন আরো একজন।
এছাড়া কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে নিহত হয়েছেন একজন। ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক-অটো সংঘর্ষ নিহত হয়েছেন একজন।
একাত্তর টিভি
Discussion about this post