সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় রাষ্ট্রপতি। প্রয়াত রাষ্ট্রপতি শেখ খলিফার ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ ।
সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিল শনিবার আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত করে।
দেশটির নতুন রাষ্ট্রপতি ঘোষণার পর উপ-রাষ্ট্রপতি ও আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, দুবাই’র ক্রাউন প্রিন্স ও দুবাই নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম তাকে অভিনন্দন জানিয়েছেন।
শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ১৯৬১ সালে আল আইনে জন্মগ্রহণ করেন। পিতা আমিরাতের প্রথম রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ও মাতা শেখা ফাতেমা বিনতে মুবারক।
Discussion about this post