সৌদির রাজধানী রিয়াদে বিমান বাংলাদেশের করপোরেট দুই মাস ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশ বিমানের যাত্রীরা।
এতে বিমান ভ্রমণে যাত্রীদের অনীহা বাড়ছে বলেও জানান তারা।
তবে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএসএ হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে দীর্ঘদিন করপোরেট অফিস পরিচালনা করে আসছিল সৌদি আরবস্থ ট্রাভেলস কোম্পানি এইচ ট্রাভেলস।
তবে গত দুই মাস আগে বিমান জিএসএ পরিবর্তন করা হলেও এখনো সেই কোম্পানির পক্ষ থেকে রিয়াদে বিমানের অফিস চালু হয়নি।
এ অবস্থায় চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন বাংলাদেশ বিমানের যাত্রীরা।
বিমানের সেবা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।
এতে অনেকেই আকাশপথ ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন বলেও জানান তারা।