বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি মার্চ মাসেই ঢাকা-টরন্টো-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে।
এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা বিশেষজ্ঞ (পরিবহন নিরাপত্তা প্রশাসন) দল সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আমন্ত্রণে গত ২৭ ফেব্রুয়ারি ঢাকায় আসে তারা।
তিন সদস্যের এ প্রতিনিধি দলের সদস্যরা বিমানবন্দরের বিভিন্ন সাইট ঘুরে দেখেন।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান সমকালকে জানান, ঢাকা-টরন্টোর মধ্যে বিমানের সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা অনেক আগে থেকে চলছে।
এরই মধ্যে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন (আইকাও) সদস্যরা কয়েক দফা ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন।
যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা বিশেষজ্ঞ দলও বিমানবন্দর পরিদর্শন করেছেন।
তাদের এ পরিদর্শন ফলপ্রসূ হয়েছে।
বেবিচকের চেয়ারম্যান আরও জানান, বিভিন্ন সময় বিভিন্ন পরিদর্শন টিমের মতামত অনুযায়ী বিমানবন্দরের নিরাপত্তার কোনো ঘাটতি নেই।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ঢাকা-টরন্টো রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
এখন বেবিচকের অনুমতি পেলেই ঢাকা-টরন্টোর মধ্যে সরাসরি বিমানের ফ্লাইট শুরু হবে।
সম্প্রতি রাজধানীর কুর্মিটোলায় বিমানের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিমান কর্মকর্তারা জানিয়েছেন, ২৬ মার্চ থেকেই ঢাকা-টরন্টোর মধ্যে বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনার জোর পরিককল্পনা চলছে।
Discussion about this post