মুহাম্মাদ শোয়াইব : তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নতির উপায় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে লিখিত একটি বার্তা পাঠান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান।
প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ড. আনোয়ার বিন মোহাম্মদ কারকাশ তিউনিসিয়ার রাজধানীতে সাম্প্রতিক সফরকালে কার্থেজ প্রাসাদে তিনি এই বার্তাটি প্রেসিডেন্ট কাইস সাইদকে প্রদান করেন।
বৈঠকের সময় রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, ও সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এর শুভেচ্ছা বাণী পৌঁছে দেন।
বৈঠকে ভ্রাতৃপ্রতিম দেশ দুটির ঐতিহাসিক সম্পর্ক ও বিভিন্ন পর্যায়ে সম্পর্ক আরও উন্নয়ন করার বিষয়ে আলোচনা হয়।
Discussion about this post