সরকার ঘোষিত সাতদিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকেই রাজধানীর চিত্র পাল্টে গেছে। বৃষ্টির দিনে সড়ক একদম ফাঁকা। তবে যারা রাজধানীতে প্রবেশ করতে চাইছেন তারা সুনির্দিষ্ট কারণ দেখাতে পারলেই হচ্ছে মামলা ও জরিমানা।
সরেজমিনে রাজধানীর প্রবেশ মুখের বিভিন্ন এলাকায় পুলিশকে তৎপর হতে দেখা গেছে। সেই জায়গাগুলোতে স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জন ও যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।
আরো দেখা গেছে, জরুরি প্রয়োজনে যারা রাজধানীতে ঢুকছেন তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ডিউটিতে দেখা গেছে পুলিশ, বিজিবি, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীকেও।
গাবতলী জোনের ট্রাফিক সার্জেন্ট সামসুদ্দিন সরকার বলেন, সরকারি নির্দেশনা অমান্য করা এবং যথাযথ কারণ উপস্থাপন করতে না পারায় অনেককে মামলা দিচ্ছি। করোনার সংক্রমণের ঝুঁকি এড়াতে বাসায় থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। বাইরে বের হলে নিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এমনকি পরিবারের সদস্যদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে চারদিন সীমিত পরিসরে লকডাউন শুরু হয়। পরে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে যা আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে।
Discussion about this post