আমিরাতের দুবাইয়ে ভবন থেকে পড়ে সৈয়দ মোশারফ হোসেন (৩৯) নামের এক প্রবাসী মারা গেছেন। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
কয়েকজন নির্মাণ শ্রমিককে গাড়িতে করে শারজা নিয়ে আসতে ঐদিন সকালে দুবাই’র আল কুজ ৪ নম্বর এলাকায় আসেন মোশারফ। সেখানে তিনি একটি তিনতলা ভবনে উঠে ছাদ মনে করে ফলস সিলিংয়ে পা রাখা মাত্রই তা ভেঙে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
মরহুম সৈয়দ মোশারফ চট্টগ্রাম রাউজান থানার মধ্যম কদলপুর গ্রামের মীর বাড়ির সৈয়দ মোহাম্মদ বেলালের তৃতীয় ছেলে। বাংলাদেশে মোশারফের দুটি শিশুসন্তান রয়েছে বলে জানা গেছে। তার লাশ বর্তমানে দুবাই রাশেদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মরহুমের বাবা সৈয়দ মোহাম্মদ বেলাল আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন ইউএই কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি ছিলেন।