আরও সহিংসতার আশঙ্কায় ওয়াশিংটন ডিসিতে যখন ইমার্জেন্সি দেয়া হয়েছে, কড়া সতর্ক অবস্থায় রয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো, তখন অভিশংসনকে কেন্দ্র করে আরো সহিংসতার হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে ভয়াবহ, যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন হামলার ঘটনায় তিনি মোটেও অনুতপ্ত নন। তার কণ্ঠে এ জন্য কোনো অনুশোচনা দেখা যায়নি। উল্টো তিনি হুঁশিয়ার করে দিয়েছেন সবাইকে। বলেছেন, তাকে অভিশংসনে আরও সহিংসতা হতে পারে। ‘ট্রাম্প ডিফাইয়্যান্ট এন্ড আনঅ্যাপোলজেটিক এবাউট হিজ রোল ইন ইনসাইটিং ক্যাপিটল মব এটাক’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা লিখেছে অনলাইন ওয়াশংটন পোস্ট। এতে বলা হয়, ৬ই জানুয়ারি ওই হামলার পর মঙ্গলবার তিনি প্রথম জনসমক্ষে বেরিয়ে আসেন। তার উস্কানিতে ওই হামলা হয়েছে বলে মার্কিন মিডিয়া সহ সারাবিশ্বের মিডিয়ায় খবর প্রকাশ পেয়েছে এবং পাচ্ছে।
কিন্তু তিনি ওই সহিংস দাঙ্গায় নিজের কোনো সম্পৃক্ততা প্রত্যাখ্যান করেছেন। ওই হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ মোট ৫ জন নিহত হয়েছেন। ঘটনার সময় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং কংগ্রেস সদস্যদের জীবন মারাত্মক এক ঝুঁকিতে পড়েছিল। এসব বিষয়ে তিনি বলেছেন, তার উৎসাহে তার সমর্থকরা গত সপ্তাহের বুধবার ক্যাপিটল হিলের সামনে সমবেত হন। এর মধ্য দিয়ে তিনি নির্বাচনের ফল পাল্টে দিতে আইন প্রণেতাদের ওপর চাপ প্রয়োগ করতে চেয়েছিলেন বলে যে কথা বলা হচ্ছে তার পুরোটাই যথার্থ। তিনি বলেন, ক্যাপিটল হিলের সামনে জড়ো হতে সমর্থকদের উদ্দেশে তার যে বক্তব্য তা পুরোপুরি ঠিক ছিল। তিনি বলেছেন, লোকজন তার বক্তব্য বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছেন। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটদের অভিশংসন উদ্যোগ নিয়ে তাদেরকে সতর্ক করেছেন। বলেছেন, তাদের এমন প্রচেষ্টা হলো ধাপ্পাবাজি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই অভিশংসন হলো সবচেয়ে বড় উইচ-হান্ট।
Discussion about this post