সোমবার থেকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আজ রোববার দেশটির বিভিন্ন রাজ্যে টিকা পৌঁছানোর কাজ আরম্ভ হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে টিকা সরবরাহের দায়িত্বে থাকা মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা জেনারেল গুস্তাভ পারনা এসব তথ্য জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ সময় তিনি বলেন, সোমবার সকাল থেকে এ টিকা দেয়া শুরু হতে পারে।
এর আগে শুক্রবার ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের তৈরি টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ফুড ও ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ)। এরপরই দেশজুড়ে টিকা পৌঁছানোর কাজ শুরু করে তারা। ফাইজারের এই টিকাটি উদ্ভাবনে সহযোগিতা করেছে জার্মানির জৈব প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান বায়োএনটেক।
এ টিকাদান কর্মসূচিতে সর্বপ্রথম অগ্রাধিকার দেয়া হবে স্বাস্থ্যকর্মী এবং বয়স্ক নাগরিকদের। টিকা দেয়ার প্রথম ধাপে ২৯ লাখ ডোজ টিকা দেয়া হবে। যুক্তরাষ্ট্রের ৬৩৬ টির মধ্যে ১৪৫ টি স্থানে এরই মধ্যে টিকা সরবাহের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি জায়গাগুলোতে মঙ্গলবার ও বুধবার নাগাদ টিকা পৌঁছে যাবে বলেও জানান জেনারেল গুস্তাভ পারনা।

























