বিভিন্ন প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের নাম, কর্মকর্তাদের স্বাক্ষর ব্যবহার করে ভিসার শ্রেণি পরিবর্তন ও ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য ভুয়া আবেদন করার অভিযোগ উঠেছে। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
একইসঙ্গে প্রকল্পের কর্মরত বিদেশি নাগরিকদের ভিসার প্রস্তাব সংযুক্তিসহ হার্ডকপি ওই মন্ত্রণালয় বা বিভাগের ওয়েবসাইটে আপলোড করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের (বহিরাগমন-২) সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সাম্প্রতিককালে পরিলক্ষিত হচ্ছে কোনো কোনো মন্ত্রণালয়ের নাম, কর্মকর্তাদের স্বাক্ষর ব্যবহার করে ভিসার শ্রেণি পরিবর্তন ও ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য ভুয়া আবেদন করা হচ্ছে, যা প্রকৃতপক্ষে ওই মন্ত্রণালয়-বিভাগের জারি করা পত্র নয়। এই সমস্যা প্রতিরোধের জন্য প্রকল্পের জনবলের ভিসার প্রস্তাব সংযুক্তিসহ হার্ডকপি এ বিভাগে প্রেরণ করার সঙ্গে সঙ্গে নিজ নিজ মন্ত্রণালয়-বিভাগের ওয়েবসাইটে আপলোড নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রাপ্ত আবেদনপত্রের হার্ডকপির সঙ্গে ওয়েবসাইটে আপলোড করা অগ্রায়নপত্র যাচাইয়ের জন্য সুরক্ষা বিভাগ-বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর এই সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।