বিভিন্ন দেশের ৪২ লাখ টাকার সমমূল্যের মুদ্রাসহ মঙ্গলবার রাতে দুবাইগামী এক বিমানযাত্রীকে আটক করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী।
আটক রাকিবুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুসা খান জানান, রফিকুল ইসলাম দুবাইগামী বিমানের যাত্রী ছিলেন। বিমানে উঠার আগে চেকিংয়ের সময় তার ব্রিফকেইসে ৩৩ হাজার ৯০০ ইউএস ডলার ও ৪২ হাজার ইউএই দিরহাম পাওয়া গেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা।
সূত্র : ইউএনবি
Discussion about this post