সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে স্বাস্থ্য পরীক্ষা শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি সকাল ৭টা ২০মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, মন্ত্রপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিবসহ সামিরিক বেসামারিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
এর আগে গত ১৪ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সূত্র : ইউএনবি
Discussion about this post