আগস্ট থেকে ঢাকা-কুয়েত রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা মহামারীর কারণে দীর্ঘ তিন মাস বন্ধ ছিল এ রুটে ফ্লাইট চলাচল।
আগস্ট থেকে প্রতি মঙ্গলবার ঢাকা-কুয়েত-ঢাকা রুটে সপ্তাহে একদিন ফ্লাইট চালানো হবে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
এছাড়া ঢাকা-দুবাই-ঢাকা রুটে বিমান এখন থেকে প্রতি সপ্তাহে তিনটির বদলে পাঁচটি শিডিউল ফ্লাইট চালাবে বলেও জানিয়েছেন তিনি।
করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও গত মার্চের মাঝামাঝি সময়ে অধিকাংশ আন্তর্জাতিক রুটে নিয়মত যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। বিভিন্ন দেশে বিধিনিষিধ শিথিল হওয়ার পর ১ জুন থেকে বাংলাদেশেও আন্তর্জাতিক ফ্লাইটগুলো ধীরে ধীরে সচল হচ্ছে।
Discussion about this post