বগুড়ার ধুনট উপজেলায় যৌতুকের দাবিতে নববধূকে নৃশংস নির্যাতন করেছে পাষণ্ড স্বামী মোশাররফ। স্ত্রীর শরীর ও যৌনাঙ্গে ছ্যাঁকা দিয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী যৌতুক লোভী মোশাররফের শাস্তি দাবি করেছে।
জানা গেছে, গত ১৭ জুলাই বেলকুচি মধ্যপাড়া গ্রামের মোংলা তালুকদারের মেয়ে মুন্নীর (১৮) সাথে উপজেলার আড়ংশাইল রানীপুকুর গ্রামের মৃত জংশন আলীর ছেলে মোশাররফের বিবাহ হয়। বিয়ের রাত থেকেই মুন্নীর উপর নেমে আসে যৌতুক লোভী স্বামীর নির্যাতন। গামছা দিয়ে হাত-পা বেঁধে প্রথমে নির্যাতন পরে লোহার রডের ছ্যাঁকা ও গোপনাঙ্গসহ বিভিন্ন স্থানে গরম পানি ঢেলে দেয়া হয়। টানা এক সপ্তাহ ধরে চলা নির্যাতন সহ্য করতে না পেরে রোববার রাতে কৌশলে মুন্নী বাবার বাড়িতে এসে ঘটনা খুলে বলায় জানাজানি হয়।
স্থানীয় বেলকুচি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও সমাজকর্মী ফৌজিয়া বিথি জানান, আমি ঘটনা জানার পর হতবাক হয়েছি। বুক, পিঠ, হাত, পা পায়ের তালু সর্বত্রই ছ্যাঁকা। কথা বলতে পারলেও কানে শুনতে পারছে না মুন্নী। গোপনাঙ্গেও ছ্যাঁকা দেয়া হয়েছে। মুন্নীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
নির্যাতনের শিকার মুন্নীর পরিবার এখনো মোশারফের বিরুদ্ধে আইনি আশ্রয় নেয়নি।
Discussion about this post