ইবনে মুসা, আবুধাবী প্রবাসী: একটি দেশ কতটা উন্নত ও সফলত তা মানদণ্ডে যদি মাপতে হয় তাহলে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতকে প্রথম সারিতে ধরা যায়। আরব আমিরাত কতটা সুশৃঙ্খল ও সুসংগঠিত এবং সরকারি ব্যবস্থা কতটা উন্নত মানের COVID-19 মোকাবেলায় তাদের ভূমিকা সত্যই প্রশংসার দাবিদার শুধু সম্পদ হলে সব হয় তেমনটি নয় সম্পদের চেয়ে বড় প্রয়োজন হলো সুস্থ ব্যবস্থাপনা এবং জবাবদিহিতা আন্তরিকতা আর সবচেয়ে বড় হচ্ছে দেশপ্রেম।
জাতিগত ভাবে আরব আমিরাত একটি ভদ্র ও সৌখিন জাতি, তাই তারা করোনা শুরুরপ্রান্তে অনেকটা মরু অঞ্চল ও ছোট ছোট অবকাশ যাপনের দ্বীপ গুলোতে অবস্থান চলে যায় এমনিতে লোকালয়ে তারা তেমন গ্যাদারিং করে না
তারপরও এই দেশের সরকার আমিরাতে বসবাসরাত সকল জনগনের জন্য সর্বোচ্চ সেবাদানের চেষ্টা করে যাচ্ছেন হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে রাতারাতি আইসোলেশন সেন্টার, করোনা টেস্টিং সেন্টার, মানবিক সেবা লক ডাউনে আটকে থাকা জনগনের খাদ্য পানি সরবরাহ সব মিলিয়ে অসাধারণ ভূমিকা পালন করেছে আমিরাত সরকার।
সব চেয়ে আশ্চর্য বিষয় হলো আমিরাত সরকার এদেশের পাঁচ তারকা হোটেলগুলোও সরকারি খরচে কোরনা আক্রান্ত রুগীদের সেবায় নিয়োজিত রেখেছে পাশাপাশি বেসরকারি হাসপাতাল ফার্মেসি গুলো রাত দিন সেবা দিয়ে যাচ্ছে। অবাক করা বিষয় হলো ভিন দেশি শ্রমিক গুলোর জন্য সকল পাবলিক ও উন্নত মানের গাড়ি গুলো সম্পূর্ণ ফ্রি যাতায়াত সেবায় রাত দিন নিয়োজিত।
শ্রমিকদের নিজ নিজ ক্যাম্প থেকে নিয়ে এসে করোনা টেস্ট করিয়ে আবার নিজ নিজ বাসায় নামিয়ে দেওয়া। এই আসা যাওয়া যদি নতুন কেউ দেখলে মনে করবে মনে হয়, কোন রাষ্ট্র প্রধান এর সফর কিংবা VIPদের প্রটোকল দেওয়া হচ্ছে এমনটি করে সকল জনগনকে করোনা টেস্ট সেন্টার আনা নেওয়া করা হয় কারন আসা যাওয়ার সময় রাস্তায় আমিরাতের উচ্চপদস্থ কর্মকর্তা পুলিশ, আর্মি, গাড়ির মোহরা থাকে সামনে পেছনে সব যেন একটি স্বপ্নের দেশ।
টেস্ট শেষে যার যার মোবাইলে ক’দিনের দিনের মধ্য রিপোর্ট চলে আসা যারা পজেটিব তাদের জন্য আমিরাত সরকার তৈরি করছে উন্নত মানের আইসোলেশন যেখানে খাওয়া,দাওয়া, থাকা, সম্পূণ ফ্রী!
এই সব কিছু কোন প্রকার বৈষম্য ছাড়া ছোট বড়, নিজ দেশী ভিন দেশী, শিক্ষত অশিক্ষিত, লেবার, ইন্জিনিয়ার, কে কত বড় মানের, কে কোন জাতির ও জাতের কোন ভেদাভেদ নেই, সবাই সমান ভাবে সেবা পেয়ে যাচ্ছে, সম্মান পেয়ে যাচ্ছে, সরকার রাত দিন যেন তার দেশের জনগনের সেবায় নিয়োজিত। খাদ্যদ্রব্য, ঔষুধ, শাক শবজি, মাছ মাংস, ফলমুল, সব স্বাভাবিক সরবরাহ বরং কিছু কিছু সুপারশপ চলছে নানা ডিসকাউন্ট
সব মিলিয়ে মহান আল্লাহর রহমত বলা যায় এই দেশটিতে আর পাশাপাশি শাসকদের আন্তরিকতা ও ভালবাসা জনগন ও দেশের প্রতি
একটি জাতি কতটা মার্জিত উন্নতমানের এবং স্বয়ংসম্পূর্ণ তা আরব আমিরাতকে দেখে বুঝাটা সহজ এতো কিছুর পর ও না আছে তাদের কোন হাক ডাক না আছে তাদের উন্নতি উন্নতি বলে কোন গলাবাজি!
সময় আর প্রতিটা দুর্যোগ বলে দেয় একটা জাতি কতটা স্বয়ংসম্পূর্ণ!
আল্লাহ নিজ মাতৃভূমি ও এই মরুর দেশটি উভয় জনপদকে হেফাজত করুক এবং রহম করুক সারাবিশ্বের মানব জাতির উপর করোনা মুক্ত একটি পৃথিবীর প্রার্থনা মহান আল্লাহর দরবারে
Discussion about this post