মাদারীপুরের রাজৈর উপজেলার মধ্য লুন্দি গ্রামের মসজিদের ইমামের করোনাভাইরাস শনাক্ত হওয়ার ছয়দিন পরে ওই এলাকার আরও তিন কিশোরের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে ইমামের সংস্পর্শে আসা নয়জনের করোনা শনাক্ত হলো। এ তথ্য নিশ্চিত করেন রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ২৫নং মধ্য লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের ইমাম করোনায় আক্রান্ত হন। তার সংস্পর্শে আসা আরও তিন কিশোরের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সোমবার। যাদের বয়স ১৪, ১৬, ১৭ বছর। এদের মধ্যে একজন প্রতিবন্ধী। যার চিকিৎসা তার বাড়িতে বসেই দেয়া হবে। বাকি দুজনকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
এর আগে শনিবার ইমামের সংস্পর্শে আসা ছয়জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই ছয়জন রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে ইমামের সংস্পর্শে আসা মোট নয়জনের করোনা শনাক্ত হলো।
Discussion about this post