প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু হয়েছে সাংবাদিক হুমায়ুন কবির খোকনের। তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
এদিকে খোকনের মৃত্যুর পর তার স্ত্রী ও ছেলেমেয়েকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।
তীব্র শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি হন দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক খোকন। ঘণ্টাখানেক পর তার মৃত্যু হয়। তখনই চিকিৎসকরা তার কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কথা বলেছিলেন।
রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী বলেন, পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলেমেয়েকে হোম আইসোলেশনে পাঠানো হয়। আমাদের ডাক্তাররা সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ বলেন, আমরা রাতেই নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলাম, ভোরে আমাদের জানানো হয়েছে, তার করোনাভাইরাস পজিটিভ এসেছে।
হুমায়ুন কবির খোকনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।
Discussion about this post