মধ্যপ্রাচ্যের দেশ ওমানের কারাগারে বন্দি থাকা ২৮৮ বাংলাদেশীকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠিয়েছে ওমান সরকার। শুক্রবার দুপুরে ওমান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে করে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর হতে ঢাকা শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে বিমানটি ছেড়ে যায়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০ মিনিটের দিকে ঢাকায় অবতরণ করে বিমানটি। বাংলাদেশ দূতাবাস ওমান বিষয়টি নিশ্চিত করেছে।
দূতাবাস সূত্র জানায়, করোনার এই মহামারিতে ওমানে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত বন্দি থাকা প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। ইতিপূর্বে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও ভারতের বন্দি থাকা নাগরিকদেরকেও দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে ওমান সরকার। তারই ধারাবাহিকতায় গত মাসেও ১৮০ বাংলাদেশীকে দেশে পাঠিয়েছিল। শুক্রবার পাঠানো ২৮৮ জনের মধ্যে ১০ বছরেরও অধিক সাজাপ্রাপ্ত কয়েদিরাও রয়েছেন। একই সাথে অবৈধভাবে ভিসাহীন হয়ে কারাগারে আটক থাকারাও ছিলেন। ওমান সরকারের খরচেই তাদের দেশে পাঠিয়ে দেয়া হয়।
দেশে ফেরত পাঠানোদের ওমানে ১৪ দিন কোয়ারিন্টেনে রাখার পর দেশে পাঠানো হচ্ছে এমন মর্মে লিখিত পররাষ্ট্র মন্ত্রনালয়কে নিশ্চিত করাতে ফেরত যাওয়াদের নিজ নিজ বাড়িতে ১৪ দিনের কোয়ারিন্টেনে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তবে, বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে যাদের অস্বাভাবিক তাপমাত্রা পাওয়া যাবে তাদেরকে সরকারের নিজস্ব কোয়ারিন্টেনে রাখা হবে।
Discussion about this post