করোনাভাইরাস সতর্কতায় আগামী রোববার (৮ মার্চ) থেকে আরব আমিরাতে সব শিক্ষা প্রতিষ্ঠান ৪ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার আমিরাতের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় বলা হয় করোনাভাইরাসের প্রভাব যেন শিক্ষার্থীদের উপর না পড়ে তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধমূলক এবং সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী মঙ্গলবার ১ দিনেই ৬ জন করোনা রোগী শনাক্তসহ এ পর্যন্ত আমিরাতে বিভিন্ন দেশের মোট ২৭ জন নাগরিক করোনোভাইরাস (কোভিড -১৯) এ আক্রান্ত হয়েছেন।
এসময় আরো জানান হয় প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ১ মাসের যে ছুটি দেয়া হয়। করোনাভাইরাসের কারনে গ্রীষ্মকালীন ছুটির পরিবর্তে এ বছর চলতি ছুটি গ্রীষ্মকালীন ছুটি হিসেবে কার্যকর হবে।
Discussion about this post