নিজস্ব প্রতিবেদক: আবুধাবী শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামীয়া স্কুল এণ্ড কলেজের অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের আয়োজনে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২০) আবুধাবির আল ওয়াথবা পার্কে বিদ্যালয়ের অবিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত বনভোজন ও মিলনমেলা ২০২০ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগন স্বপরিবারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল মধ্যাহ্নভোজ এবং শিক্ষার্থী ও অভিভাবকগনের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এবার প্রথম বারের মত বিদ্যালয়টিতে অধ্যায়নরত শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিতভাবে এই বনভোজনের আয়োজন করা হয়েছে বলে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে আয়োজনকারীদের পক্ষ হতে আয়োজক মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক জানান । ভবিষ্যতে আরো বড় পরিসরে এবং আরও জাঁকজমক ভাবে এরকম বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হবে বলে তিনি তার আশাবাদ ব্যক্ত করেন।পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
























