চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাতে তিন যাত্রীর কাছ থেকে ৫৩৬ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা টিম শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বৃদ্ধি করে। এ সময় লোহাগাড়ার মো. মামুনুর রশিদ, ফটিকছড়ির মো. নেজাম উদ্দিন ও চন্দনাইশের মোহাম্মদ হাসানের ব্যাগেজ থেকে ১৩৫, ১৩১ ও ২৭০ কার্টন ডানহিল, ৩০৩ ও ৫৫৫ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
জব্দ করা প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য পৌনে ১১ লাখ টাকা জানিয়ে তিনি বলেন, এসব সিগারেট বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে। সূত্র : ইউএনবি।
Discussion about this post