প্রবাসীদের রক্তক্ষণ
মু হা ম্ম দ মু সা
আমলারা আসে,
কামলার কাছে
কেন আসে?
সুবোধ হাসে!
প্রতিবেদন হয়
সরেজমিনে,
মুক্ত ছড়ায়
উলুবনে!
সর্ষের মাঝে লুকানো
ভুতের নিউজ!
বেলা শেষে
সব ফিউজ!!
ঘুরিয়ে ফিরিয়ে
কত প্রামাণ্য,
ফিচার বারে বার।
তারা কারা
তেলেসমাতি
মানুষ হয়ে
তথ্যে হরণ করে
অধিকার!
দাদার কথায়
কাঁদায় মোদের
এ কেমন নিউজ
ফিউজের ধরন!
নেতারা সব খুশি হয়
কত শত দক্ষিণা
প্রবাসীরা আজ দুঃখী মানুষ
অবিরত রক্তক্ষরণ!!
Discussion about this post