লেবাননের জুনি জেলায় দ্রুত গতির গাড়ির ধাক্কায় সুমন ভূঁইয়া (৩৪) নামে এক প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা নিহত হয়েছে। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার টিকোরিয়া গ্রামে। বাবার নাম সুলতান ভূঁইয়া। বাংলাদেশে স্ত্রী এবং ২জন সন্তান রয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টায় জুনি থানার সামনে এই ঘটনা ঘটে।
জানা যায়, সুমন ভূঁইয়া প্রায় ৩ বছর আগে লেবানন আসে। তিনি “জুনি ক্লিন” নামে একটি কোম্পানিতে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে জুনি থানার সামনের রাস্তায় কাজ করার সময় দ্রুত গতির একটি নিশান পাজেরো জিপ নিয়ন্ত্রন হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় এম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষনা করেন। মরদেহ সাইদ লেবানন হাসপাতালের হিমঘরে আছে।
দুর্ঘটনার পর গাড়ির চালক ও সাথে থাকা আরো ৩ জন আরােহী পালিয়ে যায়। তাঁর অকাল মৃত্যুতে পরিবারসহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা গাড়িচালকের দ্রুত শাস্তি দাবী করেন। মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার জন্য বৈরুতে বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ জানিয়েছে সুমন ভূঁইয়ার পরিবার।
Discussion about this post