আরব আমিরাতে বাংলাদেশের শ্রমিক ভিসা বা লেবার ভিসা চালু হয়নি!
সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আরব আমিরাত সফরকে পুঁজি করে নামে বেনামে অনেক নিউজ পোর্টালে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভিসা চালু নিয়ে সম্ভাবনার কথা লিখলেও মুলত আমিরাত সরকার বাংলাদেশের লেবার ভিসা নিয়ে কোন আনুষ্ঠানিক ঘোষনা দেয়নি! কেবলমাত্র শোনা কথা বা অনুমান নির্ভর খবর! যা আসলে বিব্রতকর!
তাই সতর্ক থাকুন ! গুজবে কান দিবেন না, কারো সাথে ভিসার লেনদেন করে প্রতারিত হবেন না! ভিসা চালু হলে দু’দেশের পক্ষ থেকেই সরকারী ভাবে ঘোষনা আসবে।

























