কাতারে বসবাসরত বাংলাদেশী তরুণ প্রজন্মকে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে কুরআন সুন্নাহ পরিষদ কাতার। কুরআন সুন্নাহ পরিষদ কাতার কতৃক আয়োজিত সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান বক্তারা।
গত শনিবার (১১ জানুয়ারি) কাতারের রাজধানী দোহা স্পোর্টস ক্লাবের হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহ-সভাপতি ইনতেখাব বিন ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইব্রাহীম প্রমুখ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ চৌধুরী বলেন, প্রবাসের ব্যস্ততার ফাঁকে প্রাপ্ত সময়টুকুর সদ্ব্যবহার করে সত্য সুন্দরের পথে সব প্রবাসীকে দেশের জন্য এক সাথে কাজ করতে হবে। প্রবাসে তরুণ প্রজন্মকে জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও আদর্শিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করতে হবে।
এছাড়া আগত বক্তারা বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীরা ভূমিকা রেখে চলছে, সব প্রবাসীকে দেশের উন্নয়নে আরও ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে কাতার বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও সাংবাদিকর উপস্থিত ছিলেন।
Discussion about this post