ইশতিয়াক আসিফ: চট্রগ্রাম জেলার হাটহাজারী থানাধীন হাটহাজারী খেলোয়াড় সমিতি আয়োজিত “নিউ দুল বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে”র প্রথম সেমিফাইনাল আজ সম্পন্ন হয়েছে।এতে দুইটি দলে খেলেছিল ছিপাতলী ইউনিয়ন খেলোয়াড় সমিতি বনাম চিটাগাং ফুটবল একাডেমি।
প্রথম এই সেমিফাইনালে দুই দলের অসাধারণ খেলার কারনে দর্শকদের মধ্যেও ছিল টান টান উত্তেজনা। ১-০ গোলে চট্টগ্রাম ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালের জন্যে ছিপাতলী ইউনিয়ন খেলোয়াড় সমিতি নির্বাচিত হয়। ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাসির উদ্দিন।
সোহেল রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মেম্বার জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফরহাদ বিন চৌধুরী সেলিম। সেরা খেলোয়াড় এর হাতে ক্রেষ্ট তুলে দেন ছিপাতলী ইউ পি চেয়ারম্যান নুরুল আহসান লাভু। এতে উপস্হিত ছিলেন হাটহাজারী খেলোয়াড় সমিতির আহবায়ক আলী আকবর জিন্নাহ ,হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক মোহাম্মদ জাফর , টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন , সমিতির সাবেক সভাপতি আছলাম মোর্শেদ ,ইশতিয়াক আসিফ, শাহেদুল আলম শাহীন , গাজী নিজাম চৌধুরী,এস এম সাঈদুর রহমান ,সমিতির সদস্য সচিব শাহেদুল হক খোকন , আবদুল মান্নান দৌলত ,জসিম উদ্দিন বাবুল ,টুর্নামেন্ট কমিটির সচিব মোঃ সোহেল রানা সহ এম এ সালাম , রনি ,রুবেল , মফিজ ,আলম , হোসেন মেহেদী , ইলিয়াছ মেহেদী , ইব্রাহিম,আসিফ রাইহান বাপ্পি জাসেদ বাবু প্রমুখ।
Discussion about this post