এসএ গেমসে এবারই প্রথম যুক্ত হয়েছিল মেয়েদের ক্রিকেট। প্রথমবার খেলতে গিয়েই ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। শ্বাসরূদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে সোনা জিতেছে সালমা খাতুনের দল।
গেমসে সকাল থেকেই সোনায় ভরা সাফল্যের খবর মিলছিল বাংলাদেশের। এক আর্চারিতেই আসে তিনটি সোনা। তার সঙ্গে ক্রিকেটের কল্যাণে যুক্ত হলো আরেকটি সোনা। এই ইভেন্টে মেয়েদের কল্যাণে আসলো প্রথম স্বর্ণ।যদিও পোখারায় টান টান উত্তেজনার ম্যাচে শুরুটা বিবর্ণ ছিল সালমাদের। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৯১ রান করতে পারে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে নিগার সুলতানার অপরাজিত ২৯ রানই স্কোর বোর্ড সমৃদ্ধ করতে ভূমিকা রাখে। দুই অঙ্কের ঘরে পৌঁছান শুধু ওপেনার মুর্শিদা খাতুন (১৪), সানজিদা (১৫) ও ফাহিমা খাতুন (১৫)।
টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচে শ্রীলঙ্কা এত কম পুঁজি পেয়েও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ছিটকে যেতে থাকে ম্যাচ থেকে। শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ বলে ৭ রান। কিন্তু মাত্র ৪ রান তুলতে পারে তারা। ৮ উইকেটে করতে পারে ৮৯ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন নাহিদা আকতার, একটি করে নেন জাহানারা, সালমা ও খাদিজাতুল কুবরা।
Discussion about this post