দীর্ঘদিন কাতারে অবস্থানরত চট্টগ্রামের পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাগজী পাড়ার কাতার প্রবাসী মোঃ শওকত আলী ও তার বাবা জনাব আলীর (৬৪) ক্রয় কৃত সম্পত্তির উপর লোভের বশীর্ভূত এবং হিংসাত্মক আচরণের প্রেক্ষিতে তার দীর্ঘ ১৬ বছরে শখের বৃক্ষ বাগানের উপর অতর্কিত হামলা চালিয়ে প্রায় অনেক গুলো বৃক্ষ কর্তন করেন এবং অতীতেই অনেকগুলো বৃক্ষ কর্তন করেছেন যা মানসম্মান ও নিশ্চিত না হওয়াতে কিছুই বলেনি কিন্তু এভাবে আর কত করবে প্রতিবেশীর আত্মীয় একই গ্রামের বাসিন্দা মৃত হাজী ওসমান গনির ছেলে আহমদ নবী(৪৬)প্রকাশ নাছির, মৃত মনছুর আলির ছেলে শফি রহমান(৩৫) এবং নুরুন্নবী প্রকাশ এইচ্ছের স্ত্রী সাহিদা বেগম(৩৫)।
গত ১৮-১১-২০১৯ ইং তারিখে মোঃ শওকত আলীর পরিবারের কেউ বাসায় না থাকায় আনুমানিক দুপুর বারোটার সময় উনার বাগান থেকে অনেক গুলো গাছ কেটে নিয়ে যায়, যার মধ্যে আকাশী, বেলজিয়াম, কড়ই, মেহগনিগাছ কেটে নিয়ে যায়,আহম্মদ নবী, প্রকাশ নাছির(৪৬) শফি রহমান(৩৫) সাহেদা বেগম (৩৫)আরো অজ্ঞাত নামা লোক সহ, পরবর্তীতে স্থানীয় লোকজন বিষয়টি অবগত করার পর জনাব আলী অদ্য বিকাল আনুমানিক পাঁচটার সময় বাগান থেকে গাছ কেটে নেওয়ার পর ডালপালা পড়ে থাকতে দেখে পরবর্তী আনুমানিক সাড়ে পাঁচটার সময় আহমদ নবী প্রকাশ নাছিরের কাছে ব্যাপারটি জানতে চাওয়া হলে সেই মোঃ শওকত আলীর পিতা জনাব আলীর সাথে অশালীন আচরণ এবং অকথ্য ভাষায় গালাগাল করে এমনকি মারতে উদ্যত হয় এবং বিভিন্ন রকমের বিবৃতি ও হুমকি-ধামকি দিয়ে থাকে এব্যাপারে জনাব আলী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কে অবগত করে এবং তাদের পরামর্শ ক্রমে একটি থানায় অভিযোগ দায়ের করেন।
তার পরবর্তী দিন ১৯-১১-২০১৯ ইং আনুমানিক সকাল ৯ টার দিকে মোঃ শওকত আলীর পিতা জনাব আলী পটিয়া পৌরসভাধীন ১নং ওয়ার্ড কাগজী পাড়ার আল্লাই সাকিনস্থ নুরুল উল্ল্যাহ সওদাগরের চায়ের দোকানে নাস্তা করতে ছিলেন হঠাৎ করে আহমদ নবী প্রকাশ নাছির,
আক্রমণাত্মকভাবে এলোপাতারী কিল, ঘুষি লাথি ও ধাক্কা মেরে ফেলে দেয় এবং প্রাণনাশের হুমকি দেয় ঐসময় বৃদ্ধ জনাব আলী আক্রমণে জখম হয়, উনি চিৎকার করলে তখন পার্শ্ববর্তী লোকজন এসে তাকে উদ্ধার করে পটিয়া মেডিকেলে নিয়ে যায়। আহমদ নবী প্রকাশ নাছির, হামলা করার কারনটা ছিল জনাব আলী কেন উনার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল?
উল্লেখযোগ্য বিগত দিন থেকে আহমদ নবী প্রকাশ নাছির বিভিন্ন ভাবে জনাব আলীকে হুমকি-ধমকি দিয়ে আসছে এবং উল্লেখ করে বলে যে সুযোগ পেলে তাকে প্রাণে হত্যা করবে।
বাংলাদেশর যদি এই হাল হয় একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধার পরিবারের প্রতি এবং দেশের এমন কলঙ্কিত লোকজন জোরপূর্বক ভাবে অন্যজনের জায়গা ভোগ দখলের চেষ্টা করে এবং ওই জায়গার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে থাকে তাহলে আমাদের দেশের আইনগত ব্যবস্থা বলে কি কিছুই নেই এমনটা ক্ষোভ প্রকাশ করেন কাতারপ্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ শওকত আলী অশ্রুসিক্ত চোখে তিনি আরো বলেন দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের জন্য আয় করে যাচ্ছেন এবং দেশের উন্নতিতে অবদান রাখছেন তাহলে কি দেশের সাধারন জনগন বা আইনি কর্মীগণের কি উচিত নয় যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা বৃদ্ধ জনাব আলীকে যেভাবে হামলা করে এবং প্রাণনাশের হুমকি দেয় এতে দুশ্চিন্তায় ভুগছেন তার দুই প্রবাসী ছেলে।
মোহাম্মদ শওকত আলীর আকুল আবেদন আজকের যুব সমাজের প্রতি, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রতি,এবং মাননীয় হুইপ শামসুল হক চৌধরী এমপি সহ সকল সুশীল সমাজের প্রতি যেনো এসমস্ত লোকদেরকে আইনের আওতায় এনে দেওয়ার জন্য এবং নিজে নিজের পরিবারকে নিয়ে সসম্মানে সমাজে বেঁচে থাকার জন্য।দেশের চলতি আইনের প্রতি সম্মান জানিয়ে যথাযথ বিচারের দাবি করেন,রেমিট্যান্স যোদ্ধা মোঃ শওকত আলী।
Discussion about this post