সৌদি আরবের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান সউদ বিশ্ববিদ্যালয়ে ডিনশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী রহমত উল্লাহ। তিনি নরসিংদী জেলার রায়পুরের শিবপুর গ্রামের আনোয়ারুল হকের কনিষ্ঠ সন্তান। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যায়ল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ১৪৩৯-৪০ হিজরি শিক্ষাবর্ষে ফ্যাকাল্টিসমূহে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৮৭ ছাত্রছাত্রীকে ডিনশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
প্রত্যেক ফ্যাকাল্টি থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫ জন করে ছাত্রছাত্রী বাছাই করা হয়। এদের মধ্যে সৌদি ছাত্রছাত্রী ছাড়াও আটজন বিদেশি ছাত্র এ অ্যাওয়ার্ডের সৌভাগ্য অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ফ্যাকাল্টির সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থিদেরদের মধ্যে স্থান করে নেন ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র বাংলাদেশি রহমত উল্লাহ। উল্লেখ্য, রহমত উল্লাহ গত শিক্ষাবর্ষেও এই পুরস্কার অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. বদরান আল উমরের উপস্থিতিতে প্রতিভাবান এ শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়।
আরব বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় কিং সউদ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৩৫ বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন বিভাগে অনার্স, মাস্টার্স, পিএইচডি শিক্ষা স্তরে অধ্যয়নরত।
Discussion about this post