মালয়েশিয়ায় পুলিশের অভিযানে আটক ইয়ার হোসেন নামে(৩৪) এক বাংলাদেশী যুবক সঙ্কটাবস্থায়।৪ মাস আগে অবৈধ অবস্থায় পুলিশের হাতে আটক হয়ে অমানবিক নির্যাতনের স্বীকার হয়ে মুমূর্ষু অবস্থায় দেশটির সারোয়াক প্রদেশের জেলে বন্দী আছে। তার অবস্থা আশঙ্কাজনক।
কারা নির্যাতিত যুবক ইয়ার হোসেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার খলাপাড়া গ্রামের বাসিন্দা মৃত হাসান মিয়ার ছেলে।
ইয়ার হোসেনের বড় মোঃ কামাল হোসেন ফোনে জানান, তার ভাই চার মাস আগে আটক হওয়ার পর জেলের ভিতর অমানবিক নির্যাতনের স্বীকার হয়ে সহ্য করতে না পেরে কিছুদিন আগে জেল থেকে পালিয়ে যায়, গতকাল শনিবার পুলিশ তাকে আটক করে নির্যাতন করে হাসপাতালে ভর্তি করেছে সে এখন বেঁচে আছে কি না মরে গেছে জানি, এই কথা বলে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন বাংলাদেশ হাইকমিশন সহ সকল প্রবাসী ও মিডিয়ার সহযোগিতা চাই তাকে জীবিত দেশে ফেরত পাঠান।

























