দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নুর হোসেন সুমন নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দিনগত রাতে জোহানসবার্গ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় সে।
সম্প্রতি প্রবাসী সুমনের দুটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। পরে ঘটনায় ডাকাতদের বিরুদ্ধে দেশটির থানায় মামলা করলে ২ জন ডাকাতকে গ্রেফতার করে আফ্রিকান পুলিশ। এতে ডাকাতদের অন্য সহযোগীরা ক্ষিপ্ত হয়ে শনিবার দিনগত রাত বাংলাদেশ সময় সোয়া ১টার দিকে সুমনের দোকানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ৪ ভাই ২ বোনের মধ্যে সুমন ৫ম । তার ২ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুর খবর পেয়ে পরিবার ও বাড়ীতে শোকের মাতম চলছে। সুমনের মরদেহ দ্রুত দেশে আনতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দুতাবাস ও সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।
সুমন গত ১২ বছর ধরে আফ্রিকায় ব্যবসা করে আসছে, সেখানে তার ৫টি প্রতিষ্ঠান রয়েছে। সে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামের হাজী জাবেদ আলী বাড়ীর আবুল কাশেমের ছেলে।
Discussion about this post