গত ২৪ জুলাই বুধবার সকালে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশির নাম শাহ আলম (৪২)। নিহতের বাড়ি ফেনীর ফাজিলপুর। গত ২৪ জুলাই সকালে শাহ আলমের ব্যবহৃত প্রাইভেটকারটি দ্রুতগামী সড়কে দুর্ঘটনার শিকার হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। বর্তমানে নিহতের লাশ সেখানকার একটি হাসপাতালের হিমাগারে রাখা আছে।
নিহতের ভাই শহিদ জানিয়েছেন, নিহত শাহ আলমের স্থানীয় মালিকের অসহযোগীতার কারণে লাশ কবে দেশ আসবে এ নিয়ে তারা দু:শ্চিন্তায় আছেন। তাদের একবার বলা হচ্ছে ঈদের আগে লাশ দেশে পাঠাবে আবার বলছে ঈদের পরে পাঠাবে। নিহত শাহ আলম গত দুই বছর আগে সৌদি আরবে যান। তার দুই মেয়ে বয়স যথাক্রমে ১০ এবং ৪ তারা বাবার জন্য অনবরত কান্না করছে।
নিহতের লাশ দ্রুত যেন দেশে আসে সে জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।
Discussion about this post