চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার মুহাম্মদ রাসেল। অন্যান্য প্রবাসী বাংলাদেশির মতো পরিবারের সুখের কথা চিন্তা করে সে জীবিকার টানে পাড়ি জমান দুবাইতে । সুন্দর ভাবে সাতটি বছর পার করেছেন টগবগে এই যুবক । কিন্তু পরিবারের মুখে হাসি ফোটান রাসেল এখন পরিবারে কান্না হয়ে হাসপাতালের বিছানায় পড়ে আছেন ।
তেমন কোন সমস্যাও ছিলনা , মাঝে মধ্যে পেটে ব্যাথা অনুভব করলেও সামান্য ঔষধে খেয়ে সেরে নিতেন । কিন্তু সামান্য এই ব্যাথা আজকে রাসেল কাল হয়ে দাঁড়িয়েছে । ব্যাথা ক্রমশ বাড়ছে দেখে মেডিক্যালে চেকাপ করানোর পর ধরা পড়ে অনেকদিন ধরে কিডনি রোগের ভুগছেন রাসেল । তার ২টি কিডনিই অচল প্রায় । এমতা অবস্থায় চিকিৎসার জন্য দেশে চলে আসেন রাসেল। বর্তমানে রাসেল ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
রাসেলের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা । অভাব অনাটনের সংসারে যা জোগাড় করা সম্ভব নয় । রাসেলের এলাকার বন্ধু সহকর্মীরা সবাই এগিয়ে আসলেও এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না! তাই রাসেলকে সুস্থ করে তুলতে দুবাই দূতাবাস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পদক্ষেপ চেয়েছেন তার পরিবার।
রাসেলের পিতা মুহাম্মদ সেলিম জানান , সরকারি সহায়তা পেলে ছেলে আবারো আগের মতো সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসবে । আর তাই পরিবারের একমাত্র সন্তানের সুস্থতার জন্য সকল প্রবাসীর কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন অসহায় পিতা ।
আরো জানতে বা সহায়তা করতে যোগাযোগ করতে পারেন রাসেলে বাবা মুহাম্মদ সেলিমের সাথে। +8801815137331 এবং অসুস্থ রাসেলের দুলাভাই জহির +8801820230991 ।
Discussion about this post