আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় এলে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষনা দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে নজির আহম্মদ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘নজির এলপি গ্যাস প্লান্ট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন ও প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, হেফাজতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মুফতি রহিম উল্লাহ কাসেমী, প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব নুর আজম। মাষ্টার একেএম ফরিদ আহম্মদ ও তাহমিনা তোফা সীমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ফুলগাজীর আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা প্রমুখ ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শুরুতে ফলক উম্মোচন ও বেলুন উড়িয়ে নজির এলপি গ্যাস প্লান্ট উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারী আরো বলেন, ব্যাবসার ভালো পরিবেশ থাকায় ফেনীতে প্রতিনিয়ত একের পর এক শিল্প কারখানা সহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ এবং ২০৪৭ সালের মধ্যে পৃথিবীতে ১৩তম হবে বাংলাদেশ। তখন বাংলাদেশের কাছে সবাই আসবে ভিক্ষা করার জন্য আসবে এবং চাকুরী করার জন্য।
রেমিট্যান্স অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে সারা বাংলাদেশের মধ্যে ফেনী প্রথম। অর্থনৈতিক জেলা হিসেবে প্রথম এটাও আমাদের গর্ব। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনীতে বাংলাদেশের প্রথম ৬ লেনের ফ্লাইওভার নির্মাণ, ফতেহপুর ওভার পাস নির্মাণ, ফেনী ইউনিভার্সিটির অনুমোদন ও ফেনী কলেজে অনার্স মাস্টার্স কোর্স চালু করাসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে। আগামীতে আওয়ামীলীগ সরকার গঠন করলে আমি কথা দিচ্ছি আমি ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব।
তিনি আরো বলেন, সরকার যেভাবে বাংলাদেশের অগ্রযাত্রাকে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছে এ ধারা অব্যাহত রাখতে হবে। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত দেশ প্রেমিক বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অধ্যাবধি পর্যন্ত আসেনি, ভবিষ্যতেও আসবেনা। আপনারা জেনে আশ্চর্য্য হবেন- সারাবিশেষ অনেক রাষ্ট্রপ্রধান-প্রধানমন্ত্রী আছেন। অনেকের ব্যাংক একাউন্ট চেক করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর ব্যাংক একাউন্ট চেক করা হয়েছে। উনার একাউন্টে একটি টাকাও নেই। কত সততার সাথে তিনি দেশ পরিচালনা করছেন।
Discussion about this post