মুহাম্মাদ শোয়াইব
সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া বলছে দেশটির আবুধাবির ক্রাউন পৃন্স এবং সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তানজনিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানান। তিনি সংযুক্ত আরব আমিরাতের সফরে রয়েছেন। এতে তিনি এক্সপো ২০২০ দুবাইতে তার দেশের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে অংশগ্রহণ করবেন।
আবুধাবির আশ শাতী প্রাসাদে দুই নেতার বৈঠক হয়। উক্ত বৈঠকে উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অংশীদারিত্ব গড়ে তোলা, অর্থনৈতিক বিনিয়োগ উন্নয়ন ও টেকসই উন্নয়ন প্রচেষ্টা বৃদ্ধি সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দুবাই এক্সপো ২০২০ আয়োজনের মাধ্যমে যে অসম্ভব সাফল্য অর্জন করেছে তার প্রশংসা করা হয়।
এসময় শেখ মুহাম্মদ বিন জায়েদ হুথি বিদ্রোহীদের আক্রমণে নিন্দা জানানোর জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানানো কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সূত্র: আল বায়ান
Discussion about this post