করোনার সংক্রমণ রুখতে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি চলমান রয়েছে। এই ছুটি আরও দুই সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে বিষয়টি জানান শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
এই ঘোষণার আগে শিক্ষামন্ত্রী ছুটির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বুধবার এক অনুষ্ঠানে তিনি বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন। যেহেতু সংক্রমণের হার এখন প্রায় ৩০ শতাংশ।
উল্লেখ্য, গত ২১শে জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
Discussion about this post