প্রবাসীদের জন্য কমানো হয়েছে করোনা পরীক্ষার ফি। সাড়ে ৩ হাজার থেকে কমিয়ে এ ফি এখন দেড় হাজার করেছে সরকার। সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে করোনা রোধে তাইওয়ান সরকারের পক্ষ থেকে পাঠানো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
‘পিসিআর টেস্টের জন্য আমরা যে ফি নির্ধারণ করেছিলাম তা কমিয়ে দেয়া হয়েছে’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘২০০ টাকার টেস্ট ১০০ টাকা, ঘরে বসে টেস্ট ৫০০ থেকে ৩০০ টাকা করা হয়েছে। যারা টেস্ট করে বিদেশে যায় তাদের পরীক্ষা সাড়ে তিন হাজার থেকে কমিয়ে এক হাজার ৫০০ টাকা করে দেয়া হয়েছে।’