প্রবাসীদের ঈদ আনন্দ বরাবরের মতই সৌহার্দ্যপূর্ণ ও ত্যাগের মহিমায় মহিমান্বিত। গল্পের আড়ালে লুকিয়ে থাকা গল্পকারের না বলা চরিত্রের মূল রুপকার এক সুপুরুষ। তবে উপেক্ষিত! এক সংগ্রামী অনুপ্রেরণা যুগ যুগ ধরে লালন করে আসছে স্বপ্ন বিসর্জন দেয়া মহা নায়ক।
তারা স্বপ্নদেখে অন্যর সফলতার, পরম মমতায় ঘৃণিত হয়ে নিজেকে হারিয়ে অন্যর বিজয়ে অশ্রুসিক্ত আনন্দ পায়। এতেই তার খুশি ইহাই নির্মম বাস্তবতা, নিয়তির সাথে চলছে যেন হেলায় হারানো যৌবন!
তাদেরও শৈশব ছিলো,ছিলো অনেক অপূর্ণ স্বপ্ন! হয়তোবা ছিলো প্রেম অবলা কাশফুলেদের সাথে! হেলায় হারানো কৈশোর নতুনত্বের জন্মদেয়া বংশী বাদকের সুর। স্মৃতিময় মাতৃস্নেহের কপোতাক্ষ আজ মরুময় ধূ ধূ বালুচর। তবুও এগিয়ে চলে জীবিকার সংগ্রাম।
নেই কোন আপন স্বজন এতেও চলে যায় জীবনের ক্ষণ, কেও হয়তো পরিবার ছাড়া কাটিয়েছে যুগের পর যুগ! কোন অভিমান নয়, নেই কোন আবদার, দূরে থেকেও মনে করে যেন অনেক কাছে এইতো আমি তোমার খোকা মা! ঔই বড় অট্টালিকায় টাকা আছে প্রাচুর্য আছে নেই শুধু প্রেম, মায়ের মমতা আর নিঃস্বার্থ ভালোবাসা।
এতেও অভিমান নেই ভালোবাসা আছে শুধু হৃদয়ের গহীনে। হয়তো কখনো প্রিয়তমার পাঠানো চিঠি পৌঁছায়নি কিন্তু এখন সোশাল নেটওয়ার্ক তা নিমিষেই পৌছে দিচ্ছে। ভাব পরিবর্তন হলেও ভালোবাসায় আগের মতই দৃঢ়তা বৃদ্ধমান।
এতো দূরে থেকেও অনেক কাছে! চলছে কাজ ঘুরছে সময়ের দেয়ালিকা, এভাবেই আসে ঈদ আবার আসে আকাঙ্ক্ষা নিয়ে সেও চলে যায় হেরে যায় কর্তব্যর কাছে। ভালো থাকুক সকল প্রবাসীরা নিয়তির একরাশ ভালোবাসা সকল পরমাত্মার প্রবাসীরা সুস্থ থাকুক তাদের পরিবার স্বজন।
আশরাফুল ইসলাম
গণমাধ্যম কর্মী।
Discussion about this post