প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৯০ হাজার ছাড়াল। করোনাভাইরাসের সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ৯০ হাজার ৩৪৭ জন মানুষ।
করোনায় বিশ্বে যুক্তরাষ্ট্রেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। শুধু মৃত্যু নয় আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি এই পরাশক্তির দেশটিতে। খবর গার্ডিয়ানের
মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৮ হাজার ৩০৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৭২ হাজার মানুষ।
করোনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সবচয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু। এই অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৩৭১ জন ও মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৩৩৯।
মে মাসের শুরুতে হোয়াইট হাউজ হিসাব করে বলেছিল যে, করোনায় যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে। এরপর প্রেসিডেন্ট ট্রাম্পও এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানিয়েছিলেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন বলে দেশটির অনেক রাজনীতিক অভিযোগ করেছেন। সর্বশেষ এ অভিযোগ তুলেছেন ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামাও।
Discussion about this post