সিয়ামের প্রার্থনা
এই রোজার মাসে মুছে যাক
হৃদয়ে আছে যত পাপ-নাপাক।
প্রভুর প্রেমে ভরে যাক মন
প্রভুর ভয়ে ডুবে থাক প্রতিটি ক্ষণ।
ধুয়ে যাক হৃদয়ের সব কালিমা
জেগে উঠুক হৃদয়ে তাকওয়ার মহিমা।
মানুষের মাঝে আছে যত ব্যবধান
সব মুছে দিয়ে যাক পবিত্র রমজান।
ক্ষমা পাক অপরাধ সিয়াম সাধনায়
মুছে যাক ধনী-গরীব ক্ষুধার যাতনায়।
এ হৃদয়ের গহীনে আছে যত পাপ
সিয়ামের সাধনায় তা করে দাও সাফ।।
হাসনাত জাহান সিফাত
শিক্ষার্থী, ফাজিলপুর ওয়ালিয়া মাদরাসা, ফেনী।
Discussion about this post