দুই দিনে কাতারে ৩ জন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মৃত্যু বরণ করলেন। একজন ক্যান্সারে আরেকজন ডায়াবেটিস ও দুরারোগে এবং অপরজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ক্যান্সারে আক্রান্ত হয়ে ইমান হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে কাতারের হামাদ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালিডাঙা গ্রাম। মৃত্যুকালে তার বয়স ছিলো ২৮ বছর।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কামিলপুরের বাসিন্দা তুতিউর রহমান নামে এক প্রবাসী বাংলাদেশি ডায়াবেটিস ও দূরারোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫০ বছর।
অপরদিকে গত রোববার বিল্লাল হোসেন নামে আরেক প্রবাসী বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাশেমপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স ছিলো ৩০ বছর।
মৃত প্রবাসীদের লাশ কাতারের হামাদ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানা গেছে।
























