ইশতিয়াক আসিফ: দুবাইতে হ্রদরোগে আক্রান্ত হয়ে গতকাল বিকালে নুরুল আমিন(৩৯) এক প্রবাসী বাংলাদেশী মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি চারদিন পূর্বে গত ৩০ মার্চ হ্রদরোগে আক্রান্ত হয়ে দুবাই’র শেখ রাশেদ হাসপাতালে চিকিৎসাদিন অবস্হায় গতকাল (০৫-০৪-২০২০) বিকাল ৫.৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবারের সুখের কথা চিন্তা করে ২০১১ সালে আমিরাত পাড়ি জমান নুরুল আমিন। মৃত নুরুল আমিন চট্রগ্রাম জেলার হাটহাজারী থানাধীন গুমারমর্দ্দন ইউনিয়নের বুদা হাজী চৌধুরী বাড়ির মরহুম আবদুস সালাম এর সর্বকনিষ্ট পুত্র।
শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশ দুবাই শেখ রাশেদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Discussion about this post