নিখোঁজের এক মাস পর মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামে পিকুল বিশ্বাস নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে গলাকাটা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, উপজেলার চৌগাছী গ্রামের উকিল বিশ্বাসের ছেলে পিকুল বিশ্বাসের সঙ্গে মহেশপুর গ্রামের প্রবাসী মোশারফের স্ত্রী রাজীয়া খাতুনের দীর্ঘ দিনের পরকিয়া ছিল। মোশারফ বিদেশ থেকে বাড়ি ফিরলে বিষয়টি জানতে পারেন। এ ঘটনার জের ধরে একমাস আগে স্ত্রী রাজীয়া সুলতানাকে দিয়ে কৌশলে পিকুলকে তার বাড়িতে ডাকেন। এসময় তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার পর নিজ বাড়ির রান্না ঘরের পাশে পুঁতে রাখেন।
পুলিশ শুক্রবার রাতে তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোশারফ হোসেন ও তার স্ত্রী রাজীয়া খাতুনকে আটক করা হয়েছে।
Discussion about this post